ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির দায়ে ২ যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:২৪ এএম, ৩১ জানুয়ারি ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে দুই যুবককে দশ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. ইসলাম শেখ (২৪) ও একই এলাকার কামরুল হাসান (২২)।

আরও পড়ুন: পদ্মা তীর থেকে বালু উত্তোলন, ২ ব্যক্তির দণ্ড

স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, অননুমোদিতভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে দুজনকে দশদিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এবিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক বলেন, ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।