বগুড়া জেলা ছাত্রদলের সেক্রেটারি রিগ্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়া দায়রা জজ আদালতের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় বগুড়া শহরের নবাববাড়ী রোডে নিরিবিলি বোর্ডিংয়ের সামনে ওই দুজনসহ অন্যরা পুলিশের কাজে বাধা দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এতে পুলিশ কনস্টেবল তৌফিক ও জাকির আহত হন। ওই ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।