শিশুখাদ্যে ক্ষতিকর রং, দোকানিকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে শিশুখাদ্যে ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে জীবননগর পৌর এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিম্নমানের শিশুখাদ্য পুড়িয়ে ফেলা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে মিজান স্টোরে অভিযান চালানো হয়। এসময় শিশুখাদ্যে ক্ষতিকর রং মেশানো ও একটি কোম্পানির নকল প্যাকেটে খাদ্য বিক্রির অপরাধে দোকানি মিজানুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আগুন দিয়ে ভেজাল খাদ্য পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি দল।
এসআর/এমএস