মোংলা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে। রাত ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভাতে সময় লাগবে রাত ১২টা পর্যন্ত বলে জানিয়েছেন ভিআইপি কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত ১০টায় ভিআইপি লাগেজ ফ্যাক্টরির কর্মকর্তা মো. মিজান বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নেভাতে এখনও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
তিনি বলেন, এ আগুন নেভাতে রাত ১২টা পর্যন্ত সময় লাগতে পারে। এই মুহূর্তে আগুন ছড়ানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
আগুনে ভিআইপি লাগেজ ফ্যাক্টরির প্রায় ৩শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ভিআইপি ফ্যাক্টরি ও ইপিজেড কর্তৃপক্ষ।
তারপরও আগুন নিভে গেলে ফ্লোরটিতে সার্চ করা হবে বলেও জানান তিনি। এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে ইপিজেড কর্তৃপক্ষ।
তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা ওই ফ্লোরে গ্যাস দিয়ে কাটার ওয়েল্ডিংয়ের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, আগুন পুরোপুরি না নিভলেও এখন নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এখনও কাজ করছেন। এছাড়া এ অগ্নিকাণ্ডে কেউই হতাহত হননি বলেও নিশ্চিত করেছেন তিনি।
আবু হোসাইন সুমন/এমআরএম