‘টেকনোলজিতে সব উপজেলার রোল মডেল হবে শিবচর’

মাদারীপুরের শিবচরের কুতুবপুরে ৭০ একর জায়গায় উপর ১৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি ও সফটওয়্যার টেকনোলজি পার্ক। এ প্রতিষ্ঠানের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশে পৌঁছানো সম্ভব। দেশের মধ্যে প্রথম এ ইনস্টিটিউট শিবচরে হচ্ছে। অন্যান্য উপজেলার রোল মডেল এই শিবচর।
মঙ্গলবার ( ৩১ জানুয়ারি) দুপুরে মাদারীপুর শিবচরের একটি অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আরও পড়ুন: বিশ্বজয়ী প্রযুক্তিবিদ তৈরি হবে দেশে: পলক
তিনি আরও বলেন, মাদারীপুরের শিবচরে সুন্দর স্মার্ট অনুকূল থাকায় স্মার্ট অর্থনীতির অঞ্চল হিসেবে দেশের বড় বড় উদ্যোক্তাদের এই পদ্মাপাড়ে বিনোয়োগের অনুরোধ করা হবে। যা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী প্রমুখ।
আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এমএস