আদালত থেকে ফেরার পথে কৃষককে গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩
হাসপাতালে চিকিৎসাধীন আহত কৃষক হাবিব ফকির

 

ফরিদপুর আদালত থেকে বাড়ি ফেরার পথে হাবিব ফকির (৪৬) নামের এক কৃষককে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। ৯৯৯-এ ফোন পেয়ে গুলিবিদ্ধ ওই কৃষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুর শহরতলীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সংলগ্ন লালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাবিব সদরপুর উপজেলার পূর্বকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের সঙ্গে সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের বিরোধ চলে আসছে। এর জেরে দুপক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে এবং মামলা হয়।

এ সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে ফরিদপুর আদালতে যান সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের অনুসারী হাবিব ফকির। দুপুরে আদালত থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান তিতাসের সমর্থকরা।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান জাগো নিউজকে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে হাবিব ফকির নামে এক ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি শঙ্কামুক্ত।

এ বিষয়ে জানতে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামানের মোবাইল নম্বরে বারবার কল দিলেও বন্ধ পাওয়া যায়। সম্প্রতি একটি ফৌজদারি মামলায় তিনি আত্মগোপনে আছেন বলে স্থানীয় সূত্র জানায়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, ফরিদপুরে রাস্তায় একা পেয়ে এক কৃষককে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ৯৯৯-এ ফোন পেয়ে আহত ওই কৃষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।