চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ৬ ভারতীয় এয়ারগান উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ছয়টি এয়ারগান উদ্ধার করেছে বিজিবি। এসময় দুই পাচারকারী পালিয়ে যান।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে দর্শনার ফুলবাড়ি সীমান্তের বেদেপোতা মাঠ থেকে এয়ারগানগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, গোপন তথ্যর ভিত্তিতে ফুলবাড়ি বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। ফুলবাড়ি বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেন সীমান্তের ৮৬ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিল। এসময় ভারতে থেকে দুই ব্যাক্তি মাথায় করে কার্টুন নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টুন ফেলে ভুট্টাক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। কার্টুনের মধ্য থেকে ছয়টি ভারতীয় অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বৃদ্ধের কোমরে মিললো সাড়ে ৪ কোটি টাকার সোনা

তিনি আরও বলেন, এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তে এ ধরনের টহল অব্যাহত থাকবে।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।