জানাজায় বাগবিতণ্ডা, মেয়র-চেয়ারম্যানের পাল্টাপাল্টি জিডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:১৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

জানাজায় বাগবিতণ্ডা নিয়ে ফেনীর পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী একে অপরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় পরশুরাম মডেল থানায় পৃথক জিডি করেন তারা। জিডিতে দুজন পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যে গালাগাল ও হত্যার হুমকির অভিযোগ তুলেছেন।

চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বিকেলে কামাল উদ্দিন মজুমদার জিডি করেন। জিডিতে প্রকাশ্যে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী ও তার তিন সহযোগীর বিরুদ্ধে। সহযোগীরা হলেন- আবদুল আহাদ চৌধুরী, এনামুল হক ও মো. ইব্রাহিম।

জিডিতে উল্লেখ করা হয়, দুপুর পৌনে ২টার দিকে পরশুরাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে আবুল বাশার নামের এক ব্যক্তির জানাজায় অংশ নিতে যান কামাল উদ্দিন মজুমদার। তিনি জানাজায় আবুল বাশারের স্মৃতিচারণের সময় পৌর মেয়র তার দিকে তেড়ে এসে মাইক্রোফোন কেড়ে নেন। এ সময় মেয়র ও তার তিন সহযোগী কামাল উদ্দিন মজুমদারকে লাঞ্ছিত করেন। তাকে প্রকাশ্যে হত্যার হুমকিও দেন তারা।

এদিকে সন্ধ্যায় কামাল উদ্দিন মজুমদারসহ চারজনের বিরুদ্ধে থানায় জিডি করেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী। অপর তিনজন হলেন- ইয়াছিন শরীফ মজুমদার, আবুল কালাম ও নুর ইসলাম সিজান।

পৌর মেয়রের করা ওই জিডিতে উল্লেখ করা হয়, জানাজায় মুসল্লিরা দ্রুত নামাজ শেষ করার তাগাদা দিলেও বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। এ সময় পৌর মেয়র তাকে বক্তব্য শেষ করতে বলেন। এতে উপজেলা চেয়ারম্যান ও তার তিন সহযোগী পৌর মেয়রের ওপর ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন। এক পর্যায়ে প্রাণনাশের হুমকিও দেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম পাল্টাপাল্টি জিডির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, উভয়ের জিডি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।