বগুড়ার দুই আসনের উপনির্বাচন

কেন্দ্রে অলস সময় পার করছেন ভোটগ্রহণ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:১০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনের উপ নির্বাচনের কেন্দ্রে অলস সময় পার করছেন ভোটগ্রহণ কর্মকর্তারা।
এর মধ্যেই স্বতন্ত্র প্রার্থীদের অনেকে অভিযোগ করেছেন, ভোটকেন্দ্র থেকে তাদের এজেন্টদের জোর করে ‘তাড়িয়ে’ দেওয়া হচ্ছে। তবেও নৌকার প্রার্থী বলছেন, বগুড়া-৬ আসনে নির্বিঘ্নে ভোট হচ্ছে।

সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া জেলা স্কুলে গিয়ে দেখা যায়, কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। হঠাৎ দু-একজন ভোটার আসছেন ভোট দিতে। তাদের মধ্যে পুরুষ বেশি। এ কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৭২ জন। সকাল সাড়ে ৯টা থেকে এ পর্যন্ত সেখানে ভোট দিয়েছেন মাত্র ৩১ জন।

কেন্দ্রে অলস সময় পার করছেন ভোটগ্রহণ কর্মকর্তারা

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কার্তিক চন্দ্র দেবনাথ বলেন, শীতের সকাল হওয়ার কারণে ভোটার উপস্থিতি কম। হয়তো দুপুরের দিকে ভোটার বাড়বে।

আরও পড়ুন: হিরো আলমসহ ৩ প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

শহরের চকসুত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোটার তিন হাজার সাতজন। এর মধ্যে সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬টি। সদরের সব গ্রাম কুদরোতিয়া উচ্চ বিদ্যালয়ের মোট ভোটার তিন হাজার ৯৭২ জন। এর মধ্যে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ৩০০ জন। বগুড়া- ৪ আসনের কহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার দুই হাজার ৩৪৮ জন। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ৭০ জন।

কেন্দ্রে অলস সময় পার করছেন ভোটগ্রহণ কর্মকর্তারা

বগুড়ার সদরের জুবলি ইন্সটিটিউশনে পুরুষ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৪৮৬ জন। এর মধ্যে আধা ঘণ্টায় ভোট দিয়েছেন ৯৯ জন। নারী কেন্দ্রের তিন হাজার ৬৫৪ ভোটারের মধ্যে সকাল ৯টা পর্যন্ত ভোট দিয়েছেন ১২০ জন।

আরও পড়ুন: সুষ্ঠু ভোট হলে দুই আসনেই জয়লাভ করবো: হিরো আলম

বগুড়ার জুবলি ইন্সটিটিউশনে নারী ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু হেনা মোস্তাফিজার রহমান বলেন, সকাল থেকে কোনো প্রকার বিঘ্ন ছাড়াই এ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটার উপস্থিতিও ভালো রয়েছে।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।