বেনাপোলে ১৯৯ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

যশোরের বেনাপোলে ফেনসিডিল ও নগদ টাকাসহ আলমগীর হোসেন (৩৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে বলফিল্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আলমগীর বেনাপোল পুটখালি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১৩ লাখ ৫৮ হাজার টাকা, ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আলমগীর হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আরও পড়ুন: ফেনসিডিল ওষুধ নয়, মাদক: আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বেনাপোল পোর্ট থানার বলফিল্ড এলাকার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালায় বিজিবি। রাত ১০টার দিকে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি টহলদল সেখানে উপস্থিত হলে আলমগীর হোসেন পলানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৩ লাখ ৫৮ হাজার ৫৩৫ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি সোনা ও মাদক কারবারির সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।

মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।