মোংলায় লাগেজ কারখানার পোড়া স্তূপ থেকে এখনো বের হচ্ছে আগুন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১২:০১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩
পোড়া স্তূপ সরাতে গিয়ে এখনো আগুনের অস্তিত্ব পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

বাগেরহাটরে মোংলা ইপিজেডের লাগেজ কারখানায় চলছে ডাম্পিং ডাউনের কাজ। খননযন্ত্র দিয়ে পোড়া স্তূপ সরাতে গিয়ে এখনো আগুনের অস্তিত্ব পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ আগুন পুরোপুরি নেভাতে দিনভর সময় লাগতে পারে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আরবেজ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মোংলা ইপিজেডে আগুন

jagonews24

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমরা কারখানায় ডাম্পিং ডাউনের কাজ করছি। এটি করতে গিয়ে দেখছি এখনো বিভিন্ন জায়গায় আগুন আছে। সুতরাং আগুন যে পুরোপুরি নিভে গেছে সেটি এখনো বলতে পারছি না। তবে আজ পুরো দিনই লাগবে হয়তো ফায়ার আউট করতে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোংলা ইপিজেডের লাগেজ কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। এ অগ্নিকাণ্ডে কারখানার ১৫০ কোটি টাকা ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ইপিজেড কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায়ও নেভেনি মোংলায় লাগেজ কারখানার আগুন

আবু হোসাইন সুমন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।