ফের চালু হচ্ছে ছাগলনাইয়া সীমান্ত হাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

দীর্ঘদিন বন্ধ থাকার পর ছাগলনাইয়া-শ্রীনগর সীমান্ত হাট ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে হাটটি পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, ফেনীর জয়লস্কর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম ও পুলিশ সুপার জাকির হাসান।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তারা হাটটি পরিদর্শন করেন। এসময় হাটের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন তারা।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, হাটটি দ্রুত চালু করার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত রয়েছে। আশা রাখছি দুই দেশের সরকারের যাবতীয় প্রস্তুতির পর শিগগির হাটটি আবার চালু হবে।

জেলা প্রশাসক আরও জানান, হাটটি চালুর বিষয়ে হাটের বাংলাদেশ অংশের স্টল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় হবে। ক্রমান্বয়ে হাটটি চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, মেয়র মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ সীমান্ত অংশের ব্যবসায়ী নেতা নুরুল আফসার, আতাউর রহমান প্রমুখ।

২০১৫ সালের শুরুর দিকে ফেনীর ছাগলনাইয়া এবং ভারতের শ্রীনগরে সীমান্ত হাটটি চালু হয়। পরে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় ২০২০ সালের ৩ মার্চ বন্ধ হয়ে যায়। হাটটি আবার চালু করার বিষয়ে দুই দেশ থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।