বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের বিক্ষোভ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় বন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম অচল হয়ে পড়ে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত বিক্ষোভ ও কর্মবিরতি চলে। এ সময় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকদের দাবি, বন্দরের লোড-আনলোড শ্রমিকরা দীর্ঘদিন ধরে প্রাপ্য মজুরির দাবি করে আসছেন। ২৪ জন শ্রমিক সর্দারের মাধ্যমে মজুরি চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানসহ বিভিন্নজনের কাছে। ফলে শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে কর্মবিরতির ডাক দেন। এ সময় তারা বিক্ষোভ মিছিলসহ সড়ক অবরোধ করেন।
রফিকুল ইসলাম নামের বন্দরের শ্রমিক বলেন, মালামাল লোড-আনলোড করে যে মজুরি পাই সেটি দিয়ে সংসার চলে না। সংগঠনের নামে আমাদের টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির নেতারা। আমাদের দাবি ন্যায্য মজুরি দিতে হবে।
বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু জানান, সন্ধ্যার মধ্যে বৈঠকে বসে বিষয়টির সমাধান করা হবে। এ প্রতিশ্রুতি দিয়ে তাদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধসহ সমাবেশ করেন। পরে সমঝোতার শর্তে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন।
রবিউল হাসান/আরএইচ/জেআইএম