টোকা দিয়ে দিয়ে সরকারকে ফেলতে চাই না: আব্বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

অডিও শুনুন

নিরপেক্ষ সরকারের অধীনে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, টোকা দিয়ে সরকারকে ফেলতে চাই না। আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আজকে আওয়ামী লীগ সরকার লুটপাটের মহড়া সাজিয়ে বসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে তারা। আজকে সরকারের ভোটের দরকার নেই। তাই জনগণের চেহারা দেখার সময় তাদের নেই। যে অবস্থা চলছে এতে দেশ অচিরেই ফকির রাষ্ট্রে পরিণত হবে।

জিয়া পরিবার ব্যতীত অন্য কেউ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবে না বলে দাবি এ বিএনপি নেতার।

সাখাওয়াত হোসেন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।