সাহিত্য সম্মেলনে যোগ দিতে এলো ভারতীয় প্রতিনিধি দল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
ভারতীয় প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানানো হয়

দক্ষিণ এশিয়ার সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছে ১৫ সদস্যর ভারতীয় প্রতিনিধি দল। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের হিলি স্থলবন্দরে এলে দলটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এফসাকলের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা।

এ সময় হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এফসাকলের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, রোববার রংপুরের পীরগঞ্জে সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্মেলনে গুণিজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সাহিত্য সম্মেলনে যোগ দিতে এলো ভারতীয় প্রতিনিধি দল

ভারত থেকে আসা অতিথিরা হলেন- ভারতের আসাম তেজপুরের বিশিষ্ট আন্তরাষ্ট্রীয় খ্যাতিপ্রাপ্ত লেখক জ্ঞান বাহাদুর ছেত্রী, পশ্চিমবঙ্গ মমুর্শিদাবাদের বিশিষ্ট লেখক নজরুল ইসলাম, আবৃত্তি শিল্পী শিক্ষক সংগঠক সুমর্তভান খাতুন, নেপাল ফিল্নস নৃত্য পরিচালক নারায়ণ রিজাল, আসামের বিশিষ্ট কবি রানা কাফ্লে, নেপাল খাদবারী বিশিষ্ট সাহিত্যিক তারা বাহাদুর বুরাথোকী, আসামের কারবি আংলংয়ের বিশিষ্ট লেখক টংক কোঁবর, সিকিমের বিশিষ্ট সাহিত্যিক ললিত লোহার ও পশ্চিমবঙ্গ হাওড়ার সংগঠক আব্দুল খালিক।

মো. মাহাবুর রহমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।