পর্যটকদের নিয়ে গঙ্গা বিলাস এখন সুন্দরবনে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

পর্যটক নিয়ে ভারতের বানারস থেকে ছেড়ে আসা বিলাসবহুল প্রমোদতরী এমভি গঙ্গা বিলাস এখন সুন্দরবনের অভ্যন্তরে ভ্রমণে রয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় মোংলা বন্দর জেটি থেকে ছেড়ে বিদেশি পর্যটকবাহী ক্রুজটি সুন্দরবনে প্রবেশ করে।

এমভি গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাস এর প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, রোববার সুন্দরবনের হাড়বাড়ীয়া, কটকা ও জামতলা সি-বিচ ভ্রমণ করবেন। এরপর রাতে মোংলা হয়ে যাবেন বাগেরহাটের মোড়েলগঞ্জে। সেখান থেকে ৬ ফেব্রুয়ারি জাহাজটি যাবে বরিশালে। বরিশালের স্বরূপকাঠি ও বানারীপাড়ায়। সেখানে ভাসমান সবজিক্ষেত ও পেয়ারা বাগান ঘুরে দেখবেন পর্যটকরা। বরিশাল থেকে ৭ ফেব্রুয়ারি ঢাকার বৈদ্য বাজারের উদ্দেশ্যে রওনা হবে জাহাজটি। ৭ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক স্থানে যাবেন বিদেশীরা। ৯ ও ১০ ফেব্রুয়ারি ঢাকার আরিচা ও আরিচার ইলিশ বাজারে যাবেন পর্যটকরা। ১১ ফেব্রুয়ারি ঢাকা থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর উদ্দেশ্যে যাবে এ ক্রুজটি। পরে সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইলে যাবে গঙ্গা বিলাস। ১২ ফেব্রুয়ারি কুড়িগ্রামের চিলমারী ভ্রমণ ও ১৩ ফেব্রুয়ারি চিলমারীতে ইমিগ্রেশনের কাজ শেষে ১৪ ফেব্রুয়ারি যাবে রংপুর। রংপুরের পর্যটন কেন্দ্র ঘুরে ১৫ ফেব্রুয়ারি ফিরে চিলমারী ক্রস করে ভারতের আসামের ধুবরির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে গঙ্গা বিলাস।

আরও পড়ুন: ২৮ বিদেশি পর্যটক নিয়ে মোংলায় গঙ্গা বিলাস

আসামের বিভিন্ন স্পট ঘুরে ১ মে আসামের দিপড়ুগড়ে গিয়ে ভ্রমণের সমাপ্তি হবে। গঙ্গা বিলাস ভারতের বানারসি থেকে ২৭জন সুইজারল্যান্ড ও একজন জার্মানি পর্যটক নিয়ে বাংলাদেশ-ভারতের ২৭টি নদী পথে ৫১দিনের ট্যুরে যাত্রা শুরু করে। এ যাত্রায় তিন হাজার ২০০ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে উভয় দেশের ৫০টি পর্যটন স্পট ভ্রমণ করবে গঙ্গা বিলাস।

আবু হোসাইন সুমন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।