স্ত্রীকে হাতুড়িপেটায় হত্যা, যুবক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় সাইদুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর সদর দপ্তরের অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে শনিবার রাতে কক্সবাজার সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সোনারগাঁয়ের চেংগাকান্দির সুদার ছেলে।

আরও পড়ুন: স্ত্রীকে হাতুড়িপেটা করে হত্যা, স্বামী পলাতক

তিনি জানান, ১৫ বছর আগে ভিকটিমের সঙ্গে সাইদুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের দুই ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। সাইদুর রহমান মাদকাসক্ত ছিলেন। বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়ই ভিকটিমের সঙ্গে পারিবারিক কলহে লিপ্ত হত। গত ২ ফেব্রুয়ারি রাতে ভিকটিমকে শিকলে বেঁধে দুই ছেলের সামনে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করেন। এক পর্যায়ে ভিকটিমের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সাইদুর রহমান পালিয়ে যান। পরে ভিকটিমকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা করেন

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।