ফের দিনাজপুরে ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

মাঘের বিদায় বেলায় দিনাজপুরে আবারও বেড়েছে ঘন কুয়াশা আর শীত। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। এতে করে বিপাকে পড়েছেন কৃষি শ্রমিকরা।

দিনাজপুরে ফেব্রুয়ারির শুরু থেকেই তাপমাত্রা ব্যাপক ওঠানামা করছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) হঠাৎ ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো জেলা। রোববারের তুলনায় সোমবার তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

jagonews24

সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১ ফেব্রুয়ারি ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ২ ফেব্রুয়ারি ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ৩ ফেব্রুয়ারি ১২ দশমিক ৫ ডিগ্রি, ৪ ফেব্রুয়ারি ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং ৫ ফেব্রুয়ারি ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আরও পড়ুন: প্রথম দিনেই জমজমাট দিনাজপুরের ঘোড়ার হাট

মো. সাগর নামে এক মোটরসাইকেলচালক বলেন, শীতের সকালে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালানোর পরও ঠিকমত পথ দেখা যাচ্ছিল না। অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।

jagonews24

সাবেক কাউন্সিলর ফয়সাল হাবিব সুমন বলেন, গত কয়েকদিন ধরে আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না। কখনো শীত তো কখনো গরম। আজ আবার শীত কম হলেও ঘন কুয়াশা পড়ছে। রাস্তা ঘাট ঠিকমতো দেখা যাচ্ছে না।

দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, শীত বিদায় নেওয়ার আগে ঘন কুয়াশা নামা অস্বাভাবিক নয়। এ আবহাওয়া শীতের বিদায়ের বার্তা দিচ্ছে।

এমদাদুল হক মিলন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।