নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে ভারী যন্ত্রাংশে চাপা পড়ে জহিরুল ইসলাম রনি (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের খানপুর সড়কের খানপুর ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে (গ্রিড দক্ষিণ-১) বিদ্যুতের ভারী যন্ত্রাংশ স্থানান্তরের সময় এই ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম রনি জামালপুরের ইসলামপুরের পোস্তগোলা এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

হায়দার আলী নামে এক শ্রমিক বলেন, সকাল থেকে বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে বেশ কিছু ভারী যন্ত্রাংশ স্থানান্তরের কাজ করছিলাম। এ সময় একটি মেশিন (সার্কিট) সরানোর সময় সেটি রনির ওপর পড়ে যায়। পরে আশপাশের শ্রমিকদের সহায়তায় তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, তার বুকে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে।

তবে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক, স্বাস্থ্য) আবুল বাশার জাগো নিউজকে বলেন, ইলেকট্রিক শক লেগে জহিরুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিদ্যুতের কাজ করার সময়ে ইলেকট্রিক শক লেগে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে সে মারা গেছে।


মোবাশ্বির শ্রাবণ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।