ভৈরবে ইভটিজিংয়ের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে ৫৩ রাউন্ড রাবার বুলেট ও পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে পৌর শহরের বঙ্গবন্ধু সরণির ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Police-(1).jpg

সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন পরিদর্শক শ্যামল মিয়া ও উপ-পরিদর্শক আশরাফুল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার এক স্কুলছাত্রীর ব্যাগ টেনে নিতে চেষ্টা করেন স্থানীয় রোজেন নামের এক যুবক। পরে ছাত্রীর অভিভাবকরা ঘটনা জেনে যুবকের ওপর আক্রমণ করেন। এ নিয়ে এলাকার দুই বাড়ির গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেলের আঘাতে পুলিশসহ ১০ জন আহত হন।

Police-(1).jpg

সংঘর্ষ থামাতে ৫৩ রাউন্ড রাবার বুলেট ও পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

Police-(1).jpg

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, তুচ্ছ ঘটনায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়লে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন।

রাজীবুল হাসান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।