পঞ্চগড় স্টেশনে আন্দোলনকারী রেল শ্রমিক লীগ নেতা বদলি

পঞ্চগড়ে রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমানকে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাটের তিস্তা রেল স্টেশনে বদলি করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিবের সই করা এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, প্রশাসনিক কাজের স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওয়েম্যান মশিউর রহমানকে বদলি ও পদায়ন আদেশ জারি করা হলো। এই আদেশ ৮ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর হবে। অন্যথায় তিনি ৯ ফেব্রুয়ারি থেকে স্ট্যান্ড রিলিজ (অবমুক্ত) হিসেবে গণ্য হবেন।
এর আগে সোমবার দুপুরে মশিউর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগে পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে পঞ্চগড় রেল শ্রমিক লীগ। মানববন্ধনে জেলা শাখার সভাপতি হিসেবে মশিউর নেতৃত্ব দেন।
এ বিষয়ে পঞ্চগড় রেল শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বলেন, আমি লাঞ্ছিত হলাম এবং লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন করলাম। কিন্তু আমাকে কী কারণে বদলি করা হলো জানি না।
পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, কাওকে বদলির বিষয়ে আমি কিছুই জানি না। আমার জানার কথাও না। তার বদলি হলে আমার কাছে কোনো চিঠিও আসবে না।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, মঙ্গলবার থেকে মশিউর রহমান ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে থাকবেন না। আর তাকে লাঞ্ছিতের ঘটনা আমরা খতিয়ে দেখছি।
সফিকুল আলম/এমআরআর/এমএস