মাদারীপুরে জব্দ ৫ মণ জাটকা গেলো এতিমখানায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:০৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

মাদারীপুরে পাঁচ মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জাটকা বিক্রির অপরাধে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার মঠেরবাজার ও মস্তফাপুর বাজারে এ অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় পৃথক অভিযানে দুই বাজার থেকে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়। একই সঙ্গে জাটকা বিক্রির অপরাধে নুরু দর্জি (৪২), এমদাদ বয়াতী (৪৫) ও শাহ আলম (৪৫) নামের তিনজনকে আটক করা হয়।

jagonews24

আরও পড়ুন: মাদারীপুরে ঘুমন্ত চা দোকানিকে কুপিয়ে হত্যা

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে পৃথক অভিযানে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে। এছাড়াও তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী /জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।