শরীয়তপুরে প্রকাশ্যে দোকানিকে গুলি করে টাকা লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

শরীয়তপুরের জাজিরা উপজেলায় লাভলু মোল্লা (৩০) নামের এক দোকানিকে গুলি করে টাকা লুটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীরহাট বাজারের মুদি ব্যবসায়ী মিন্টু খালাসির দোকানে এ ঘটনা ঘটে। আহত লাভলু দোকান মালিক মিন্টু খালাসির মামাতো ভাই। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক।

মিন্টু খালাসি বলেন, ‘দুপুরে ব্যাংক থেকে ২ লাখ তুলেছিলাম। স্থানীয় আরেক ব্যবসায়ী দুলাল মাদবর থেকে ৬ লাখ টাকা এনেছিলাম। এছাড়া দোকানে বিক্রির ২ লাখ টাকা ক্যাশবাক্সে চির। দুপুরে হঠাৎ কামরুল মোল্লা, নান্নু মোল্লা, কালু মোল্লা, রবিন মোল্লা, জুলহাস মোল্লা এবং হামেদ মোল্লাসহ ১০-১২ জন অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। বাধা দিলে মামাতো ভাই লাভলুকে গুলি করে ক্যাশের টাকা নিয়ে চলে যায় তারা।’

প্রত্যক্ষদর্শী মিলন মোল্লা বলেন, ‘হঠাৎ ডাকাতরা এসে মিন্টুর দোকানে হানা দিয়ে পিস্তল দিয়ে গুলি করে। ভয়ে মিন্টু খালাসি অজ্ঞান হয়ে পড়েন।’

এ বিষয়ে প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে জানিয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক টেপা বলেন, দোকানে ডাকাতির বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে অন্যদের সঙ্গে কথা বলেছি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লুটপাটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।