১৮ মাসের বেতন বাকি, প্যারাডাইজ ক্যাবলস শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে প্যারাডাইজ ক্যাবলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ-মিছিল করেছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার পিঠালীরপুল এলাকায় প্যারাডাইজ ক্যাবলস কারখানার মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এরপর তারা শহরের চাষাঢ়া এলাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বরাবর অভিযোগ করেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা তাদের দাবি আদায়ে আশ্বস্ত করলে শ্রমিকরা বাসায় ফিরে যান। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ মোতায়েন করা হয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মাসের বেতনসহ ১৮ মাসের বেতন না দিয়েই লে-অফের নোটিশ দিয়ে করখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু এই লে-অফের বিষয়ে তাদের সঙ্গে মালিকপক্ষ কোনোরকম আলোচনা করেনি। তাই তারা এই অবৈধ প্রক্রিয়ায় দেওয়া লে-অফ মানেন না।

Paradise-1.jpg

বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সদস্য এম এ শাহীন জাগো নিউজকে বলেন, প্যারাডাইজ ক্যাবলস লিমিটেড কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ শেষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন। পরে সেখানকার কর্মকর্তারা শ্রমিকদের আশ্বস্ত করলে তারা চলে আসেন।

এই বিষয়ে প্যারাডাইজ ক্যাবলস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার সুনীল বাবু বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রমিকদের চলতি মাসের বেতনের অর্ধেক টাকা পরিশোধ করা হবে। সেদিন কারখানার শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে কিস্তিতে বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হবে।

শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের পরিদর্শক শেখ বশির উল্লাহ জাগো নিউজকে বলেন, প্যারাডাইজ ক্যাবলসের লে-অফের ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ-মিছিল করেন। পরে বেতন-ভাতা দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা বাসায় ফিরে গেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।