সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পাঁচ নেতা আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পাঁচ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন নবাবী চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ধাপে ধাপে কঠোর কর্মসূচিতে যাবে ‘কৌশলী’ বিএনপি
আটকরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন (৫০), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাধীন (৪৭), মোহাম্মদ আমির হোসেন প্রধান ( ৬১), দেলোয়ার হোসেন বাবুল (৫৯) এবং মো. আবুল কাশেম মেম্বার (৭০)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাজনৈতিক গোপন বৈঠকের সময় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে ওপর ভিত্তি করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/