নোয়াখালীতে জব্দ ১০ মণ জাটকা গেলো এতিমখানায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

নোয়াখালী সদর উপজেলায় আটক করা ১০ মণ জাটকা এতিমখানা ও শিশু পরিবারে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে সোনাপুর থেকে মাছগুলো আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদ বিন আখন্দ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাচারের সময় ১০ মণ জাটকা জব্দ করি। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুটি পৃথক মামলায় পাচারকারীদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মাছ সরকারি শিশু পরিবারসহ ২৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ৬ জুয়াড়ি গ্রেফতার

অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মানষ মণ্ডলসহ সোনাপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।