পরিচয় গোপন করেও শেষ রক্ষা হলো না বাবলুর

আসামি মো. শাহ আলম বাবলু
নোয়াখালীর সোনাইমুড়ীর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহ আলম বাবলুকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। পরিচয় গোপন করে দীর্ঘদিন পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি তার।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের ছালেহ আহম্মদের ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০০৯ সালের একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলু। দীর্ঘদিন তিনি পরিচয় গোপন করে বিভিন্নস্থানে পালিয়ে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস