কুমিল্লায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৬


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লা মহানগরীর একটি রেস্তোরায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেলে নগরীর রেইসকোর্স এলাকার রেড রফ ইন নামের এক রেস্তোরায় এ ঘটনা ঘটে। দগ্ধ রুবেল ও মোস্তফাকে সন্ধ্যায় আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।

জানা যায়, শনিবার বিকেলে নগরীর রেইসকোর্স এলাকার নিসা টাওয়ারের তৃতীয় তলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল সাক্কুর মালিকানাধীন রেড রফ ইন নামের একটি রেস্তোরায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই রেস্তোরার ছয় কর্মচারী দগ্ধ হয়। তাদের উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধরা হলো, কর্মচারী আরিফ (২১), বিল্লাল (২৮), রুবেল (২২), মোস্তফা (২২), ইমরান (২৪ ) ও সিয়াম (১৮)। দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যায় রুবেল ও মোস্তফাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রাত সাড়ে ৮টায় কুমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মির্জা তাইয়েবুল ইসলাম জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজন আশঙ্কামুক্ত।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।