বকশীগঞ্জে একটি সীমান্ত পিলার উধাও, এলাকায় আতঙ্ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে কামালপুর ইউনিয়নে ভারতের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের একটি পিলার হঠাৎ করে উধাও হয়ে গেছে। এনিয়ে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একাধিকবার পতাকা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ঘটনাটি জানাজানি হলে সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে সীমান্তে যেতে পারছেন না স্থানীয়রা। ফলে ভরা বোরো মৌসুমে সেচের অভাবে শত শত একর জমির ফসল এখন হুমকির মুখে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, হঠাৎ কামালপুর ইউনিয়নের স্থলবন্দর সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৮৩ এর ১২টি উধাও হয়ে যায়। বিষয়টি বুধবার সকাল থেকে জানাজানি হয়। তবে কবে পিলারটি খোয়া গেছে তা বলতে পারেননি স্থানীয় কামালপুর বিজিবির বিওপির সদস্যরা।

এ বিষয়ে ৩৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে পিলারগুলো সরে যেতে পারে। অথবা স্থানীয় একটি দুষ্টু চক্র এ ঘটনার সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, এনিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হয়েছে। পিলার উদ্ধারে স্থানীয়দের সঙ্গে অলোচনা চলছে। স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। তবে কৃষকদের সীমান্তে যেতে বাধা নেই।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, কামালপুর ইউনিয়নের সীমান্ত থেকে একটি পিলার খোয়া যাওয়ার বিষয়ে বিজিবির পক্ষ থেকে জিডি করা হয়েছে।

 

মো. নাসিম উদ্দিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।