বাবাকে অপহরণ দাবি করে মামলা, বাদী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

পটুয়াখালীর চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতে করা অপহরণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী জসিম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান এ আদেশ দেন।

জসীম উদ্দিন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মান্নান প্যাদার ছেলে।

আরও পড়ুন: মিথ্যা মামলা করে কারাগারে বাদী

আদালত সূত্র জানায়, ২০২২ সালের আগস্ট মাসে মামলার বাদী জসিম উদ্দিন তার বাবা মান্নান প্যাদাকে অপহরণের অভিযোগে সাতজনকে আসামি করে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। পুলিশের তদন্ত থেকে জানতে পারে মন্নান প্যাদা দেনায় জর্জরিত হয়ে বিভিন্ন জনকে চেক প্রদান করে আত্মগোপনে চলে যান। পরে তার ছেলে জসিম উদ্দিন বাবাকে অপহরণ করেছে মর্মে আদালতে মামলা করেন। তাই মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আল আমিন বলেন, মিথ্যা মামলার বাদীকে কারাগারে পাঠানোর ঘটনাটি বিচার প্রত্যাশীদের মধ্যে আরও আস্থার সৃষ্টি হবে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।