পাথরঘাটায় জব্দ জাটকা গেলো এতিমখানায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

বরগুনার পাথরঘাটায় প্রকাশ্যে বিক্রির সময় এক মণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের রাসেল স্কয়ার সংলগ্ন এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়। পরে এগুলো এতিম খানায় বিতরণ করা হয়েছে।

jagonews24

পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, অভিযান সম্পর্কে টের পেয়ে মাছ রেখে পালিয়ে যান ব্যবসায়ীরা। পরে প্রায় ৪০ কেজি জাটকা জব্দ করে স্থানীয় ৫টি এতিমখানায় বিতরণ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মো. আব্দুল আলীম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।