সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়লো ঝুট গোডাউন-কাগজ কারখানা

ঝুট গোডাউন ও কাগজ কারখানার মালামাল পুড়ে যায়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে একটি ঝুটের গোডাউন ও একটি কাগজ কারখানার মালামাল পুড়ে গেছে। এ সময় পাশে থাকা পাঁচটি বসতঘরও পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভুঁইগড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান হাবিব বলেন, অগ্নিকাণ্ডে তার কারখানার প্রায় ৮০ লাখ টাকার মেশিনারিজ, কাপড়, কাগজ পুড়ে গেছে। আগুনে ব্যবসা একেবারে শেষ হয়ে গেছে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. রুহুল আমিন মোল্লা জাগো নিউজকে বলেন, খবর পেয়ে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।
রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস