দেশে আর ফেরা হলো না প্রবাসী রজব আলীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রজব আলী (৪৪) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সৌদি আরবের পূর্ব প্রদেশের রাজধানী দামাম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রজব আলী জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত ওয়াহেদ প্রামাণিকের ছেলে।

নিহতের ছোট ভাই সৌদি প্রবাসী সুমন মিয়া জানান, বড় ভাই আল হাজিয়া কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দীর্ঘ ৬ বছর ধরে কর্মরত আছেন। প্রতিদিনের মতো আজ সকালেও কাজে বের হলে পেছন থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ জানান, রজব আলীর সামনের মাসেই (মার্চ) ছুটিতে বাড়িতে আসার কথা ছিল। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান রুমান জাগো নিউজকে বলেন, এ বিষয়ে এখনও তাকে কেউ জানায়নি।


নাসিম উদ্দিন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।