রোববার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরে যাচ্ছেন। এ দিন সকালে তিনি গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। এরপর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আনসার সদস্যদের পদক দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি বিভিন্ন প্রকল্প উদ্বোধন, জাতীয় সমাবেশের কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সরকারের পদস্থ কর্মকর্তা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।