বরগুনায় শান্তি সমাবেশে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩
সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুর করা হয়

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে বরগুনা জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইউনিয়নের নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, মাঠে বরগুনা জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখা আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ চলছিল। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর।

bar-(3).jpg

সমাবেশে ছাত্রলীগের এক পক্ষ উপস্থিত ছিলেন। আরেক পক্ষ বর্তমান সভাপতির নেতৃত্বে সমাবেশে যোগ দিতে গৌরিচন্না বাজারের কাছে এসে পৌঁছায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ ১০ নেতাকর্মী আহত হন।

এ সময় রুবেল স্থানীয় এক ব্যবসায়ীর দোকানসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সমাবেশে দায়িত্বরত পুলিশ সদস্যরা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

bar-(3).jpg

এ বিষয়ে তাৎক্ষণিক ছাত্রলীগের দুপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ জাগো নিউজকে বলেন, বরগুনায় ছত্রলীগের দুটি গ্রুপ থাকায় বিভিন্ন অনুষ্ঠানে এমন সংঘর্ষের সম্ভাবনা থাকে। দুই গ্রুপ কোনো জায়গায় একত্রিত হতে চাইলে সংঘর্ষ এড়িয়ে কর্মকাণ্ড পরিচালনায় আমরা তাদের সহযোগিতা করি। কিন্তু আজকের অনুষ্ঠনে যোগদানের বিষয়ে আমাদের না জানানোয় এ সংঘর্ষ হয়েছ।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।