ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ১০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩
গ্রামীণ হাসপাতালে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

নোয়াখালী সদর উপজেলার গ্রামীণ হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি বলেন, ভোক্তাদের অভিযোগে গ্রামীণ হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় তাদের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।