চুয়াডাঙায় গৃহবধূ হত্যার অভিযোগ


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের হারুকান্দি গ্রামে যৌতুকের দাবিতে পুত্রবধূ মরিয়মকে (২৩) নির্যাতন করে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে।

রোববার সকাল ১০টার দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন। নিহত মরিয়ম উপজেলার হারুকান্দি গ্রামের শান্তি ড্রাইভারের স্ত্রী এবং একই উপজেলার ঘোলদাড়ী গ্রামের জান মোহাম্মদের মেয়ে।

এলাকাবাসী জানায়, রোববার সকালে হারুকান্দি গ্রামের স্বামীর অনুপস্থিতিতে মরিয়মের কাছে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে বলে শাশুড়ি আরেজা বেগম। মরিয়ম টাকা আনতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা কাটা-কাটি হয়। এর একপর্যায়ে শ্বশুর ছাত্তার ও শাশুড়ি আরেজা বেগম তাকে ঘরের ভেতর আটকিয়ে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়। এরপর তারা মরিয়ম এর সাড়ে ৪ বছরের শিশু পুত্র মোস্তাদিকে নিয়ে পালিয়ে যায়।

প্রতিবেশী রতন জানান, শ্বশুর-শাশুড়ি মরিয়মকে নির্যাতন করে হত্যা করেছে।

নিহত মরিয়ম এর বাবা জান মোহাম্মদ জানান, বিয়ের পর যৌতুক হিসেবে একটি করিমন দিয়েছি জামাতাকে। এরপর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই তার মেয়ে মরিয়মকে নির্যাতন করে আসছিল শ্বশুর-শাশুড়ি। এরপর তাকে মেরেই ফেলল।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করবেন বলেও জানান তিনি।

আলমডাঙ্গা থানা পুলিশের ওসি শেখ আতিয়ার রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।  

সালাউদ্দিন কাজল/এফএ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।