সৈনিক পদে চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নিতেন তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

জয়পুরহাটে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দেওয়ার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫। এর আগে সোমবার বিকেলে জেলার আক্কেলপুর উপজেলার কলেজ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, আক্কেলপুর উপজেলার মৃধাপাড়া গ্রামের বজলুর রশিদ মৃধার ছেলে রায়হানুল হক মৃধা (৪২), কেশবপুর গ্রামের লুৎফর মণ্ডলের ছেলে জুয়েল হোসেন (৩৭) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (৩৮)।

র‌্যাব জানায়, চক্রটি ২০১৪ সাল থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। তারা সেনাবাহিনীতে নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা কখনো কখনো জাল নিয়োগপত্র দেওয়ার মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এমন তথ্য পেয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল আক্কেলপুর কলেজ বাজার এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্য নথিসহ চক্রের তিন সদস্যকে আটক করেন।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান বলেন, ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার কথা বলে এক প্রার্থীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা নিয়ে জাল নিয়োগপত্র দেয় চক্রটি। পরে সৈনিক পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করলে কয়েকটি জাল নিয়োগপত্র ও অন্য নথিসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দেওয়া হয়েছে।

রাশেদুজ্জামান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।