দুষ্টুমি থেকে তর্ক, কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
সড়ক অবরোধের পর কারখানা ফটকে ভাঙচুর করেন শ্রমিকরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই শ্রমিকের তর্কের জেরে সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে তর্কে জড়ানো দুই শ্রমিককে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লার ভোলাইল এলাকার এনআর গার্মেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, বিকেলে এনআর গার্মেন্টসের সুইং বিভাগের দুই শ্রমিক দুষ্টুমি করতে গিয়ে ধর্মীয় বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। তাদের বাগবিতণ্ডার কথা জানতে পেরে আশপাশের শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে শ্রমিকসহ কয়েক শতাধিক লোকজন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

jagonews24

এক পর্যায়ে বিক্ষোভকারীরা গার্মেন্টসে ইট পাটকেল ছুড়েন। সড়কে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে রাত ৯টায় অতিরিক্ত পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জাগো নিউজকে বলেন, পরিস্থিতি শান্ত আছে। তর্কে জড়ানো দুই শ্রমিককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শিল্প পুলিশ ৪-এর নারায়ণগঞ্জের পুলিশ সুপার আইনুল হক জাগো নিউজকে বলেন, ছোট একটি বিষয় নিয়ে দুই শ্রমিকের মধ্যে তর্ক বিতর্ক হয়। খবরটি অন্যদের মধ্যে ছড়িয়ে পড়লে সবাই জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। খরব পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।