মৌলভীবাজার

বৈদ্যুতিক তারে জড়িয়ে ফেব্রুয়ারিতে দুই হনুমানের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

বৈদ্যুতিক তারে কভার না থাকায় স্পৃষ্ট হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় চলতি ফেব্রুয়ারি মাসেই দুটি হনুমানের মৃত্যু হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে মারা যায় আরও একটি হনুমান।

বন বিভাগের লাঠিটিলা বিটের দায়িত্বরত কর্মকর্তা মো. রুমিজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, লাঠিটিলা সংরক্ষিত বনের কমলছড়া এলাকায় ফেব্রুয়ারিতে এক সপ্তাহে দুটি ও গত অক্টোবরে একটিসহ তিনটি হনুমানের প্রাণহানি ঘটেছে। মৃত্যুর পর এগুলোকে মাটি চাপা দেওয়া হয়েছে।

পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য ও পরিবেশকর্মী খুরশেদ আলম জাগো নিউজকে বলেন, চিরসবুজ লাঠিটিলা বনে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাস রয়েছে। তবে এভাবে প্রতিনিয়ত হনুমানগুলো মারা গেলে অচিরেই সব হারিয়ে যাবে। এখনই এদের রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বিষয়টি আমি জেনেছি। এটি একটি দুঃসংবাদ। আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক তারে কভার প্রটেকশন দেওয়ার ব্যবস্থা করবো যেন ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না হয়।

আব্দুল আজিজ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।