কুড়িগ্রামে পৌঁছাল প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’
প্রমোদতরি গঙ্গা বিলাস কুড়িগ্রামের রমনা স্থলবন্দরের অদূরে ব্রহ্মপুত্র নদে অবস্থান করছে। বিলাসবহুল জাহাজটি দেখতে ভিড় করছে মানুষ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চিলমারীর ব্রহ্মপুত্র নদের বুকে নোঙর করেছে এ জাহাজটি।
গঙ্গা বিলাসে আসা পর্যটকরা বৃহস্পতিবার রংপুর অঞ্চল ঘুরে রাতে সেখানে রাত্রীযাপন করবেন। পরে শুক্রবার সকালে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার উদ্দেশ্যে গঙ্গা বিলাস রওনা হবে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদী পথে তিন হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরি গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। গঙ্গা বিলাসের ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন এবং জার্মানির এক পর্যটক ভ্রমণ করছেন। এ যাত্রা পথে সময় লাগবে ৫১ দিন।
আরও পড়ুন: পর্যটকদের নিয়ে গঙ্গা বিলাস এখন সুন্দরবনে
গঙ্গাবিলাসে আসা পর্যটকদের স্বাগত জানাতে জেলা ও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, চিলমারী উপজেলা চেয়ারম্যান রুকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, নারী ভাইস চেয়ারম্যান আছমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মাহবুবুর রহমান বলেন, প্রটোকল রুটের নাব্য রক্ষাসহ বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, গঙ্গা বিলাস যাত্রারত পর্যটকদের ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। পর্যটকরা সারাদিন রংপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে গঙ্গা বিলাসে রাত্রী যাপন করবেন।
এরএইচ/জিকেএস