রাঙামাটি পৌরসভায় দায়িত্ব হস্তান্তর


প্রকাশিত: ০২:০১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

রাঙামাটি পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ীরা। এ উপলক্ষে রোববার সকালে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠান শেষে নব নির্বাচিতদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী মেয়র ও কাউন্সিলররা।

সকাল ১০টায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে বিদায়ী মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

তিনি ফুলের তোড়া দিয়ে নব নির্বাচিত মেয়রকে বরণ করেন এবং বিদায়ী মেয়রকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী, বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর আলম খান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, সাবেক মেয়র হাবুবর রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, বিদায়ী মহিলা কাউন্সিলর বেগম রোকসানা আক্তার ও নব নির্বাচিত কাউন্সিলর কালায়ন চাকমা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ।

বিদায় ও বরণ অনুষ্ঠান শেষে রাঙামাটি পৌরসভা কার্যালয়ে গিয়ে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ীরা। এসময় নতুন মেয়রকে ১৫০ কোটি টাকায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প বুঝিয়ে দেন বিদায়ী মেয়র।

সুশীল প্রসাদ চাকমা/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।