ভুট্টাক্ষেতে মিললো যুবকের মরদেহ
নীলফামারীর ডোমারে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে উপজেলার বোড়াগাড়ি নন্দীপাড়া এলাকায় ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমিতে গেলে লাল মিয়া নামের এক ব্যক্তির ভুট্টাক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য অশ্বনী কুমার রায় জানান, গলা কাটা অবস্থায় ভুট্টাক্ষেতের ধারে মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পরিচয় শনাক্তকরণসহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
রাজু আহম্মেদ/আরএইচ/জিকেএস