শিক্ষিকাকে যৌন হয়রানি, বিদ্যালয়ের সহ-সভাপতি কারাগারে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
পুলিশের হাতে গ্রেফতার হন বশির মৃধা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শিক্ষিকার যৌন হয়রানি মামলায় বশির মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। শুক্রবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বশির ওই গ্রামের মৃত রহমত আলী মৃধার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাওয়া আসার সময় বশির মৃধা ওই শিক্ষিকাকে কু-প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় ৫ ফেব্রুয়ারি রাতে ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে তাকে জড়িয়ে ধরেন বশির মৃধা। শিক্ষিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান। বশির মৃধার ভয়ে শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন।

ওই শিক্ষিকার স্বামী বলেন, ‘বিষয়টি নিয়ে সালিশে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা কিছুতেই রাজি হইনি। এজন্য লোকজন বাড়িতে এসে আমাকে মারধর করে। এমনকি ইয়াবাসহ বিভিন্ন মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জাগো নিউজকে বলেন, যৌন হয়রানি মামলায় শুক্রবার বশির মৃধাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।