কৃষক শ্রমিক জনতা লীগের পালে হাওয়া লেগেছে: কাদের সিদ্দিকী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

কৃষক শ্রমিক জনতা লীগের পালে হাওয়া লেগেছে বলে মন্তব্য করেছেন দলের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সখিপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা সানোয়ার হোসেন সজীবসহ দেড় সহস্রাধিক নেতাকর্মীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের পালে হাওয়া লেগেছে: কাদের সিদ্দিকী

কাদের সিদ্দিকী বলেন, সখিপুরবাসী আমাকে কাদের সিদ্দিকী বানিয়েছেন। সখিপুরের মানুষ আমার কাছে সব সময় সম্মান আর শ্রদ্ধার। মুক্তিযুদ্ধের সূতিকাগার সখিপুর উপজেলা। সখিপুর উপজেলা বীর সন্তানরা আজ কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করছেন তাই আমি খুব খুশি

তিনি বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের পালে হাওয়া লেগেছে। তাই বিভিন্ন জায়গার নেতাকর্মী দলে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছে। নেতা ও কর্মীদের নির্দেশ করছি, তোমরা সাধারণ মানুষের কাছে যাও তাদেরকে দলের দাওয়াত দাও। তারা অবশ্যই তোমাদের ডাকে সারা দেবে।

কৃষক শ্রমিক জনতা লীগের পালে হাওয়া লেগেছে: কাদের সিদ্দিকী

যোগদান সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী সদ্য যোগদানকারী সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ বক্তব্য দেন।

আরিফ উর রহমান টগর/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।