যশোরে শিক্ষিকাকে লাথি মারা ট্রেনপরিচালক বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০১:৩৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

যশোরের নওয়াপাড়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে শিক্ষিকা ও ছাত্রীকে মারপিট করা ট্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্রধান স্টেশন মাস্টার মাসুদ রানা।

তিনি জানান, ট্রেনের পরিচালক (গার্ড) আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একজন শিক্ষিকা লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে বিভাগীয় দপ্তর (পাকশী) তাকে সাময়িক বরখাস্ত করেছে। ট্রেনের সব দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে যশোরের ঝিকরগাছায় স্কাউটের পুষ্পক্যাম্প অনুষ্ঠানে অংশ নিতে দুই ছাত্রীসহ একজন শিক্ষিকা নওয়াপাড়া রেলওয়ে স্টেশন যান। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন পৌঁছে। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় তিনি দুই ছাত্রীকে নিয়ে ট্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বগিতে (গার্ডরুম) ওঠার চেষ্টা করেন।

আরও পড়ুন: শিক্ষিকাকে লাথি, ছাত্রীকে লাঠি দিয়ে পেটালেন ট্রেনপরিচালক

ট্রেনের পরিচালক তাদের উঠতে না দিয়ে প্রথমে শিক্ষিকার মুখে লাথি মারেন। পরে প্রতিবাদকারী এক ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ঘটনার পর আহত শিক্ষিকা নওয়াপাড়া রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। একইসঙ্গে ৯৯৯-এ কল করেও অভিযোগ করেন তিনি।

মিলন রহমান/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।