বেনাপোলে জামায়াতের ২৩ নেতাকর্মী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
আটক জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়

যশোরের বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রাম থেকে জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া।

jagonews24

তিনি বলেন, বেনাপোল মহিষাডাঙ্গা গ্রামের জামায়াত নেতা আহসানুল মল্লিকের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে। এমন সংবাদে শনিবার গভীর রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুটখালি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মোমিনসহ একদল নেতাকর্মী।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলসহ বেশকিছু ইটপাটকেল ও কয়েকটি মোবাইল জব্দ করে। আটকদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে সকালে যশোর আদালতে পাঠানো হয়। পলাতকদের আটকে অভিযান অব্যাহত আছে।

মো. জামাল হোসেন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।