মাদরাসায় মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টাঙ্গাইলের কালিহাতিতে রাকিবুল (১১) নামের এক মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা জান্নাতুল ফেরদৌস নামের ওই মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাকিবুল উপজেলার কোকডহরা ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে। সে ওই মাদরাসার নূরানি বিভাগের শিক্ষার্থী ছিল।

রাকিবুলের মা রিমি বলেন, ২২ দিন আগে রাকিবুলকে গান্ধিনা জান্নাতুল ফেরদৌস মাদরাসায় ভর্তি করা হয়। কিন্তু ভর্তির পর কয়েকবার বাড়িতে সে একা চলে আসে। রাকিবুলকে বাড়িতে আসার কারণ জানতে চাইলে সে বলতো মাদরাসার হুজুর তাকে মারধর করতেন। তাই সে পালিয়ে বাড়িতে আসতো। এরপরও বারবার ছেলেকে ধর্মীয় শিক্ষার জন্য মাদরাসায় দিয়ে আসতাম। শনিবার সকালে তাকে আবার মাদরাসায় দিয়ে আসি।

বিকেলে মাদরাসার হুজুর তার বাবাকে ফোন দিয়ে দ্রুত মাদরাসায় যেতে বলেন। সেখানে যাওয়ার পর হুজুর বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন। এক পর্যায়ে রাকিবুল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের জানান।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, রাকিবুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।