জালিয়াতি মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩
ছাত্রলীগ নেতা সায়মন সরকার লিমন

গাজীপুরে জমির দলিল জালিয়াতি মামলায় দুই ভাইসহ এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-৪ এর বিচারক মো. নিয়াজ মাখদুম এ আদেশ দেন।

তারা হলেন- গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাগবাড়ি এলাকার লাবিব উদ্দিন সরকারের ছেলে আবিদ হাসান সরকার লিমন ও মো. সায়মন সরকার এবং তাদের চাচাতো ভাই একই এলাকার হাজী রহমান সরকারের ছেলে নবু সরকার ওরফে উজ্জল সরকার। এদের মধ্যে লিমন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি এবং গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

গাজীপুর জজ কোর্টের আইনজীবী মো. হারুন অর রশীদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৯ সালে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুরাবাড়ি মৌজার ১০০ শতাংশ জমির মালিক আনোয়ার হোসেনকে ভুয়া দাতা সাজিয়ে ঢাকা উত্তরার ১১ নম্বর সেক্টরের গোলাম মোস্তফার ছেলে নাসিরের নামে রেজিস্ট্রি করা হয়। ২০২১ সালে নাসির লোকজন নিয়ে ওই জমি দখল করতে যান। এ সময় জমির প্রকৃত মালিক আনোয়ার হোসেন বিষয়টি জানতে পেরে আদালতে মামলা করেন। পরবর্তীতে নাসির বায়নাপত্র দলিল দিয়ে ছাত্রলীগ নেতা আবিদ হাসান সরকার লিমনদের কাছে জমিটি রেজিস্ট্রি করে দেন।

আইনজীবী আরও বলেন, আদালত জমির প্রকৃত মালিক আনোয়ার হোসেনের টিপসই নিয়ে সত্যতা যাচাইয়ের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। সিআইডির তদন্তকালে সাফ কবলা দলিলে উল্লেখিত দাতার টিপসই ভুয়া প্রমাণিত হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা ১৫ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন। রোববার বিবাদী পক্ষের ওই তিনজন মামলার জামিন নিতে আদালতে হাজির হলে বিচারক আবেদন না মঞ্জুর করে কারাগারে নির্দেশ দেন।

মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।