নবনির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন শার্শাবাসী

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৩
নতুন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলাবাসী

শহীদদের শ্রদ্ধা জানাতে যশোরের শার্শা উপজেলায় ১১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। দেশ স্বাধীনের পর এ প্রথম শহীদ মিনার পেলো উপজেলাবাসী।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে নতুন এ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

এর আগে সোমবার বিকেলে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন শহীদ মিনারটির উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ন চন্দ্র পাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিকুল ইসলাম আকিক, শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতাসহ প্রশাসনের কর্মকর্তারা।

মো. জামাল হোসেন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।